Under19 world cup : শচিন, সাহারানের South Africa বধ
- by Debchandan
- Posted on February 7, 2024
একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে একটা রোমাঞ্চকর জয় এনে দেয় under19 world cup ভারতীয় তরুণরা। ২৪৫ রান তাড়া করতে গিয়ে প্রথম চারটি উইকেট পড়ে যায়। যখন ৩২ রানে চার উইকেট তখন শক্ত হাতে দলের ভারসাম্য তুলে নেয় অধিনায়ক উদয় সাহারান এবং শচীন ধস।
Table of Contents
Toggle
under 19 world cup squads:
আদর্শ সিং, আরসিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান, প্রিয়াংশু মলিয়া, শচীন ধস, আরে ফেলি অবনীশ, মুরগান অভিষেক, রাজ লিম্বানি, নমন তিওয়ারি, সৌম্য পান্ডে।
ভারত under19 world cup semifinal ২ উইকেটে জিতেছে।
টসে জিতে ভারতীয় ক্যাপ্টেন সাউথ আফ্রিকা ব্যাটে পাঠায়। সাউথ আফ্রিকার ওপেনার লুয়ান ড্রে প্রিটোরিয়াস ১০২ বলে ৭৬ রান করেন তিনটি ছয় এবং চার টি চারের মাধ্যমে। তার সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন রিচার্ড সেলটসওয়ানে। বাকি ব্যাটসম্যানরা ভাল রান করতে না পারলেও সব মিলিয়ে ৫০ আবার ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে তারা। রাজ লিম্বানি তিনটি উইকেট, মুরশির খান দুটি উইকেট, সৌম্য পান্ডে একটি উইকেট নমন তিওয়ারি একটি উইকেট তুলে নেয়।
সাউথ আফ্রিকা ২৪৪ রানের বিপক্ষে আদর্শ সিং প্রথম বলেই আউট হয়, মুসির খান যিনি সমস্ত টুর্নামেন্ট ভালো খেলে এসেছে সবার ভরসা ছিল তার উপর কিন্তু মুশিদ স্লিপ এ ক্যাচ দিয়ে তাড়াতাড়ি সাজঘরে ফিরে যায়। পরপর চারটে ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যাওয়া সত্ত্বেও দলের ভারসাম্য রক্ষা করেন উদয় সাহারান শচীন ধস।
অধিনায়ক উদয় শাহরান ১২৪ বলে ৮১ রান করেন ছয়টি চারের বিনিময়ে। অন্যদিকে শচীন ধস ৯৫ বলে ৯৬ রান করেন ১১টি চার ও একটি ছয়ের বিনিময়ে।
under19 world cup এর ক্যাপ্টেন উদয় শাহানার একটি ঝুঁকিমুক্ত স্ট্রোক নিতে তিনি বিশ্বকাপে একটি সেঞ্চুরি তিনটি হাফ সেঞ্চুরি করেছেন দুবাইতে আন্ডার ১৯ এশিয়া কাপে তিনি ভারতের নেতৃত্ব দিয়েছিলেন।
under 19 World Cup এ এই প্রথম ভারতীয়রা এতটা চাপের মধ্যে একটা ম্যাচ জেতায়। যখন দক্ষিণ আফ্রিকার বোলারা চার উইকেট ফেলে দিয়ে ঘাড়ে নিশ্বাস ফেলেছিল ঠিক সেই মুহূর্তে উদয় শাহারান এবং শচীনের পারফরমেন্স সাউথ আফ্রিকাদের নিস্তব্ধ করে দেয়। ১৭১ রানের অবিশ্বাস্য জুটি তাদের ফাইনাল পর্যন্ত পৌঁছে দপয়। দক্ষিণ আফ্রিকার প্রেসার মাফাকা ও লুইস তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। কিন্তু তা আজ যথেষ্ট ছিল না।
একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে একটা রোমাঞ্চকর জয় এনে দেয় under19 world cup ভারতীয় তরুণরা। ২৪৫ রান তাড়া করতে গিয়ে প্রথম চারটি উইকেট পড়ে যায়। যখন ৩২ রানে চার উইকেট তখন শক্ত হাতে দলের ভারসাম্য তুলে নেয় অধিনায়ক উদয় সাহারান এবং শচীন ধস। under 19 world cup squads: আদর্শ সিং, আরসিন কুলকার্নি, মুশির খান,…