BharatGPT: Revolution Of Indian Technology- Insightful Daily

Graphic Design

BharatGPT: Revolution Of Indian Technology- Insightful Daily

কল্পনা করুন এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি হিন্দি, তামিল, মারাঠি মত এগারটি ভাষায় কথা বলতে বুঝতে পারে। ভারতজিপিটি(Bharatgpt) হনুমান হচ্ছে সেই সুপার কম্পিউটার যেটি আপনার প্রশ্নের উত্তর দিতে পারে গল্প বলতে পারে এমনকি বিভিন্ন ভাষা ইস্কুলের কাজের মধ্যে জিনিসগুলি সমাধান  করে দিতে পারে। IIT Bombbay এর কিছু স্মার্ট ছাত্র এটি আবিষ্কার করেছেন  যার নাম দিয়েছে হনুমান। 

 

বর্তমানে মানুষের জন্য ভার্চুয়াল বন্ধু যেটি বিভিন্ন কাজে যেমন স্বাস্থ্য, সরকারি কাজ এবং  স্কুলের বিভিন্ন কাজে, এমনকি হনুমান ভিডিও তৈরি করতে পারে এবং কথা বলতে পারবে একটা বাস্তব  মানুষের মতো। 

 

হোয়াট ইজ হনুমান(hanooman)? 

মূলত হনুমান হলো একটি এল এল এম মডেল হিন্দি তামিল ও মারাঠীর মত এগারটি ভাষায় প্রতিক্রিয়া জানাতে পারে। মঙ্গলবার একটা ভিডিও প্রকাশিত করেছে ভারতজজিপটি গ্রুপ থেকে যেখানে বিভিন্ন ভাষার লোক এই আই  সঙ্গে কথা বলতে দেখা যায়। হনুমানকে মূলত স্বাস্থ্যসেবা শাসন আর্থিক পরিষেবা ও শিক্ষা এই চারটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে। 

 

ভারতীয় সমাজে ভারত জিপিটির(Bharatgpt) প্রভাব

 

ভারত জিপিটি(Bharatgpt) ভারতীয় সমাজ ব্যবস্থায় অনেক সুদরপ্রসারী প্রভাব ফেলবে বলে আশা করা যায়। আঞ্চলিক ভাষায় স্বাস্থ্যসেবা পরিষেবা এবং শিক্ষাগত স্থানগুলির ক্ষেত্রে আরো অগ্রগতি ঘটবে। 

ভারত জিপিট ও চ্যাট জিপিটি মধ্যে পার্থক্য 

সীতা মহালক্সমী হেলথকেয়ার আইআইটি বোম্বের ইকো সিস্টেম দ্বারা ভারত জিপিটি তৈরি।

 

অন্যদিকে চ্যাট জিপিটিওপেন এয়ার দ্বারা তৈরি এবং যা এই তারিখে বিশ্বের সবথেকে বড় ভাষা মডেল। 

 

ভারত জিপিটি(Bharatgpt) বর্তমানে 11 টি ভাষাতে উত্তর দেয়। যেগুলির মধ্যে হিন্দি তামিল তেলেগু ও মালায়ালাম ও মারাঠি ভাষা রয়েছে মডেল বাইশটি ভাষা তে কাজ করবে। 

অন্যদিকে ওপেনেএ আই র প্রাথমিকভাবে ইংরেজিতে কাজ করে তবে অন্যান্য ভাষা গুলিতে তার পর্যাপ্ত দক্ষতা আছে।

 

কল্পনা করুন এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি হিন্দি, তামিল, মারাঠি মত এগারটি ভাষায় কথা বলতে বুঝতে পারে। ভারতজিপিটি(Bharatgpt) হনুমান হচ্ছে সেই সুপার কম্পিউটার যেটি আপনার প্রশ্নের উত্তর দিতে পারে গল্প বলতে পারে এমনকি বিভিন্ন ভাষা ইস্কুলের কাজের মধ্যে জিনিসগুলি সমাধান  করে দিতে পারে। IIT Bombbay এর কিছু স্মার্ট ছাত্র এটি আবিষ্কার করেছেন  যার নাম দিয়েছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *