ম্যায় অটল হুঁ : Main Atal Hoon Review Bengali

ম্যায় অটল হুঁ

ম্যায় অটল হুঁ : Main Atal Hoon Review Bengali

ভারতীয় রাজনীতির কিংবদন্তী ব্যাক্তিত্ব অটল বিহারি বাজেপয়ি তাকে নিয়েই সিনেমা ম্যায় অটল হুঁ, নাম ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, তার জিবনের অনন্য গ্ল্প নিয়ে তৈরি এই সিনেমা।

ম্যায় অটল হুঁ সিনেমাটির পরিচালনা করেছেন রবি যাদব, সিনামতে অটল বিহারি বাজপেয়ীর আইন নিয়ে পরাশুনা, আর এস এসে যোগদান থেকে শুরু করে BJP Party গঠন ও প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত গল্পের বর্ণনা আছে,

ম্যায় অটল হুঁ কাষ্টিং

সিনামাটি অ্যাকসান সিকোয়েন্স থেকে শুরু করে মর্মান্তিক আবেগ কে সুচারু ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, পঙ্কজ ত্রিপাঠির অসাধারণ অভিনয় এবং পরিচালনার জন্য ম্যায় অটল হুঁ  সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করেছে।

পলিটিকাল নাকি ইমোশনাল?

সিনামকে কে একটি পলিটিকাল সিনেমা বললে ভুল বালা হবে, এটাকে একটি ইমোশনাল বায়োগ্রাফি বলা চলে কারণ এখানে বাজপেয়ী স্যারের সঙ্গে সঙ্গে পুরো দেশের কথা তুলে ধরা হয়েছে,

ম্যায় অটল হু সিনেমার ঘটনা

সিনেমা শুরু হয় কার্গিল এর যুদ্ধ থেকে তখন অটল স্যার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তারপর সিনেমা সরাসরি তার ছোটোবেলায় ফিরে যায়, ছোটোবেলার সিন বেশি দেখানো হয়নি, এরপর অটল স্যার কানপুরে যায় আইন পড়ার জন্য, আর সেখানে তার পড়ার সহপাঠি তার বাবা, আর দুজনেই হোষ্টেলের একই ঘরে থাকতেন। তরপর সেখান থেকে রাজনিতি আাসার ঘটনা দেখানো হয়েছে, প্রথম হাফে সিনেমা ঠিকঠাক লেগেছে ইন্টারভালের পর একটু শ্লো তার পর আবার টানটান উত্তেজনা,কার্গিল যুদ্ধ, লাহোর যাত্রা, পোখারন নিউক্লিয়ার পরিক্ষা, রাম মন্দির সবকিছু দেখানো হয়েছে, সিনামে অরিজিনাল কিছু সিন দেখানো হয়েছে যা সিনেমা কে আরো বাস্তবিক করে তুলেছে, কিছু কিছু সময় ভুলেই যাবেন পঙ্কজ ত্রিপাঠি নাকি সত্যি অটল স্যার এতটাই অসাধারণ অভিনয় করেছেন উনি।

সর্বশেষ

তবে কিছু কিছু জায়গায় সিনেমা বড্ড শ্লো তবে সিনেমা কেথাও বাড়িয়ে কোনো কথায় বলা হয়নি বস্তবিক সিনেমা, কাস্টিং অসাধারন চরিত্র চয়ন অসাধারণ সিনেমা Must Watch না হলেও দেখে আসতে পারো ভালো লাগবে।

ভারতীয় রাজনীতির কিংবদন্তী ব্যাক্তিত্ব অটল বিহারি বাজেপয়ি তাকে নিয়েই সিনেমা ম্যায় অটল হুঁ, নাম ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, তার জিবনের অনন্য গ্ল্প নিয়ে তৈরি এই সিনেমা। ম্যায় অটল হুঁ সিনেমাটির পরিচালনা করেছেন রবি যাদব, সিনামতে অটল বিহারি বাজপেয়ীর আইন নিয়ে পরাশুনা, আর এস এসে যোগদান থেকে শুরু করে BJP Party গঠন ও প্রধানমন্ত্রী হওয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *